১ মার্চ (শনিবার) মোংলা উপজেলার চিলা ইউনিয়নে বিএনপির মূলদলের ইউনিয়ন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট ৩ আসনের নির্বাচনের দায়িত্বে থাকা কামরুল ইসলাম গোরার তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
চিলা ইউনিয়ন ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। উৎসব মুখর পরিবেশে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো অপ্রীতিকার ঘটনা ছাড়াই চলে দুপুর ২টা পর্যন্ত।
ভোটারগণ যেন নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কামরুল ইসলাম গোরা নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেন এবং উপস্থিত থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে।
এসময় নির্বাচনীয় কেন্দ্রটি পরিদর্শনে করেন, মোঃ মান্নান হাওলাদার (সদস্য সচিব মোংলা উপজেলা বিএনপি), আবু হোসেন পনি (সাবেক ছাত্রনেতা মোংলা উপজেলা), মোঃ জাকির হোসেন ঝংকার (সাবেক সাংগঠনিক সম্পাদক মোংলা উপজেলা), মোঃ আমিনুল ইসলাম মিঠু ( সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোংলা উপজেলা), আবু তালেব হাওলাদার (সাবেক চেয়ারম্যান চিলা ইউনিয়ন), এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিলা ইউনিয়নে বিএনপির মূল দলের ইউনিয়ন কমিটি নির্বাচনে নব-নির্বাচিত হলেনঃ-
(১) মোঃ ফারুক হাওলাদার (সভাপতি)
(২) মোঃ কাজল খাঁন (সাধারণ সম্পাদক)
(৩) মোঃ আনোয়ার শেখ(সাংগঠনিক সম্পাদক)