ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে পুরস্কার হাতে দেখা যায়।
এ নিয়ে ফেসবুক ও সাধারণ মানুষের মূখে মূখে সমালোচনা ঝড় বইছে। উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কেরাত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত ও মেহেদী ডিজাইন স্কিল (শুধুমাত্র মেয়ে) প্রতিযোগিতায় অংশ নেন। যানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী (রবিবার) ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তারুণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে বিচারকদের মাধ্যমে প্রতি গ্রুপ থেকে সাতজন করে মোট ২১ জনকে ক্রেস্ট, সনদ ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে দেখা যায় ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে। এ ছাড়া ও এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রইস উদ্দিন ও মো. মুআজের পরিচালনায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ, আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুসফিক, রজিন ইসলাম, মো. মনিরুল, মাছুরা রহমান, মো. তালহা, তাসনিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মোনায়েম খানের এই উপস্থিতিতে জন মনে ক্ষোভের দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়া অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্র বলেন, যে মোনেয়েম খান আলফাডাঙ্গায় মিথ্যা বঙ্গবন্ধু কটুক্তি মামলা দিয়ে মানুষকে ফাসিয়ে জেল খাটিয়েছে সে এখন বহাল তবিয়তে রয়েছে,এটা জুলাইয়ের শহীদের ও যোদ্ধাহতদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে।