মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয়,স্বাস্থ্য বিধি মেনে চলা ও পুষ্টি নিশ্চিত করন,বাল্যবিবাহ রোধ এবং বাড়ীতে ও বিদ্যালয়ে বৃক্ষ রোপন, প্রতিদিন হাতের লেখা ও বাড়ীর কাজ নিশ্চিত করণ,কোভিট এবং ডেঙ্গু জ্বর বিষয়ে সতর্ক করণ,বিদ্যালয় ও বাড়ীর চারপাশের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে ব্যবস্থাপনা ময়মনসিংহের সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। তাই আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ বিধান রাখা হয়েছে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তিনি বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদিকে গুরুত্ব দিয়েছি।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।এসময় সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার। তাছাড়া সমাবেশে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুনগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স।
মা সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাদ্দাম হোসেন,
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আজিজুল হক,বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ
সম্মানিত মায়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।
এছাড়াও একই দিনে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পণ ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেহালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবখালি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকনজু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বিলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।