এক দফা এক দাবি আদায় না হওয়া পযর্ন্ত ফরিদপুরের বিএনপির সকল নেতা কর্মীদের মাঠে থাকার জন্য আহবান জানিয়েছ কেন্দ্রীয় বিএনপির নেত্রী ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াবা ইউসুফ।
চৌধুরী নায়াবা ইউসুফ ফরিদপুরের বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পযর্ন্ত যতো কষ্ট হউক না কেন আমারা রাজপথ ছাড়বো না।
তিনি আরো বলেন, আমাদের ফরিদপুরের রাজপথে থেকে আন্দোলন করার সকল নেতা কর্মীদের গ্রেফতার করে
জেল হাজতে পাঠিয়েছে। এখন আর আমাদের বসে থাকা যাবে না।
উল্লেখ্য, প্রায় এক মাস ধরে জেলা বিএনপির সংগঠনের নেতা কর্মিরা অবরোধ অব্যাহত রেখেছে।