যশোরের বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে পৌর জামায়াত কার্যারয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জামায়াতে ইসলামী বাঘারপাড়া শাখার সেক্রেটারি আব্দুল জব্বার, পৌর জামায়াতের আমীর মাওলানা আমানুল্লাহ, জামায়াত নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল হাই, প্রচার বিভাগের রিয়াজুল ইসলাম এবং যুব সভাপতি মতিউর রহমান।
প্রধান অতিথি বলেন, সংস্কার করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন জনগণের দাবি। জনগণের এই প্রত্যাশার সাথে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি এবং সংঘাত সহিংসতা মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধ পরিকর।