1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালু উত্তোলনে বিলীন ২ গ্রাম; দেখার কেউ নেই মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন পিরোজপুর জেলা পুলিশের সহযোগিতা ২৫ কি মোবাইল ফোন ও দুইটি হ্যাকড হাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার নিয়ামতপুরে নাশকতার মামলায় আঃ লীগ নেতা শরিফুল গ্রেফতার জাতীয় পর্যায়ে সেরা পিটিআই সুপারিন্টেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার ১২ বছর প্রেম, দুইদিন ধরে এক সন্তানের মায়ের অনশনের পর বিয়ে নড়াইলে তুচ্ছ ঘটনায় ১ জন খুন, আহত ৫ জন কাঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে গরু ও গাছের চারা বিতরণ কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত রাজগঞ্জে নকল স্পিরিট পানে দুইজনের মৃত্যু

যশোরের সাবেক এমপি শাহীন চাকলাদার ও তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পদ জব্দ

যশোর জেলা প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ২৬টি স্থাবর সম্পত্তি ও তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। একই সাথে তার ৩ লাখ ১৫ হাজার শেয়ারসহ ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং তার স্ত্রী ফারহানা জাহান মালার ১ লাখ ১০ হাজার শেয়ার ও তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
আজ ৭ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর মধ্যে ঢাকা ও যশোরে থাকা ২৬টি সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা এবং ব্যাংক হিসাবে ১৮ লাখ ৯৪ হাজার ৩১১ টাকা রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক আল আমিন এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আবেদনে বলা হয়, মামলায় এজাহারভুক্ত আসামি যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখায় এবং ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।আসামি শাহীন চাকলাদারের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন কিংবা হস্তান্তরের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শাহীন চাকলাদার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
উল্লেখ্য, শাহীন চাকলাদারের অন্যতম সম্পাদের মধ্যে রয়েছে শহরের চিত্রার মোড়ে জাবির হোটেল যা এখন পোড়া দেওয়াল
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com