1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

রংপুরে কমেছে সবজি-মুরগির দাম

মোঃ আল-আমিন চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রংপুরে বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে লাউ, বেগুন ও রসুনের দাম কিছুটা বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে আলুর দাম। সেই সঙ্গে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৮-২০ টাকা কেজি, শিল আলু ৩০-৩৫ টাকা, ঝাউ আলু ৩০-৩৫ টাকা এবং বগুড়ার লাল পাগড়ি আলু ২২-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিম বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা। দুই সপ্তাহ আগে খুচরা বাজারে ডিমের হালি ছিল ৩৬-৩৮ টাকা। বাজারে প্রতিকেজি টমেটো গত সপ্তাহের মতোই ১৫-২০ টাকা, গাজর ২০-২৫ টাকা থেকে বেড়ে ২৫-৩০ টাকা, ঝিঙ্গার দাম ৮০-৯০ টাকা থেকে কমে ৬৪-৭০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ১০-১৫ টাকা পিস, চালকুমড়া (আকারভেদে) ৪০-৫০ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা হালি, দুদকুষি ৫০-৬০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, সজনে ১৫০-১৬০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, চিকন বেগুন ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, গোল বেগুন আগের মতোই ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়সের দাম কমে ৫৫-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, শিমের দাম বেড়ে ৩০-৪০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, শসা ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা, লাউ (আকারভেদে) ৩০-৪০ টাকা বেড়ে ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, লেবুর হালি ২৫-৩০ টাকা, ধনেপাতা ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা এবং সব ধরনের শাক ১০-২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, আদা ১০০-১২০ টাকা, রসুন ৮০-৯০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, দেশি পেঁয়াজ আগের মতোই ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, দেশি মুরগি গত সপ্তাহের দরেই ৫০০-৫৫০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংস। এটি বিক্রি হচ্ছে ৭২০-৭৫০ টাকা কেজি দরে। আর ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিটি বাজারের মুরগি বিক্রেতা আজিজুল ইসলাম বলেন, ঈদের কারণে গত সপ্তাহে মুরগির দাম বাড়তি ছিল। এখন চাহিদা কমে আসায় দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৭৫-১৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মসুর ডাল (চিকন) আগের মতোই ১৩০-১৪০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৩০ টাকা, চিনি ১২০-১২৫ টাকা, ছোলা ১১০-১২০ টাকা, প্যাকেট আটা ৫০ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮- ৮০-৮৫ টাকা. জিরাশাইল ৭৩-৭৫ টাকা, মিনিকেট ৯০-৯৫ টাকা এবং নাজিরশাইল ৯৫-৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৭০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com