দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষার দাবি এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছেন ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ আলফাডাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১লা মার্চ) সকাল ১১ ঘটিয়াকায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের প্রধান ফটক প্রদক্ষিণা করে, মেইন রোড চৌরাস্তা হয়ে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে অবস্থান করে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওঃ আমিনুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও বক্তব্য রাখেন,
ফরিদপুর জেলা যুব জমিয়তের সভাপতি মুফতী কুতুবউদ্দিন সাহেব,আলফাডাঙ্গা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ শরাফাত হোসেন, সহ-সভাপতি মাওঃ বশিরুল ইসলাম, আলফাডাঙ্গা ক্বওমি উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাও: তামিম আহমেদ, মাওঃ বেলাল উদ্দিন সাহেব বোয়ালমারী উপজেলা শাখা জমিয়তের সভাপতি মুফতী নাসিরুদ্দীন, প্রমূখ।
পথসভায় বক্তারা, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন।