রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিশাল মিছিল করেছেন হরিপুর উপজেলা জামায়াত ।আজ ২৮ ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় হরিপুর উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে কালিগঞ্জ বাজার হয়ে বটতলি বাজারে গিয়ে সমাপ্ত হয়। বটতলি বাজারে মিছিল শেষে জনতার সামনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সম্মানিত আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
তিনি জনতার উদ্দেশ্যে রমজানের পবিত্রতা রক্ষা ও হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান। উপস্থিত জনতার সামনে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি মাওলানা রমিজউদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ কামরুজ্জামান। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সকল সদস্য গন।
আরো অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সকল কর্মী সমর্থক সহ বিপুলসংখ্যক সাধারণ জনতা।