২১মে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় হাবাসপুর ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছে।
নিহত ওই কৃষকের নাম লোকমান হোসেন (৪৮)। সে হাবাসপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুপুরে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল লোকসান জোসেনকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতঅবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।