রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া আখ ক্ষেতের মধ্যে থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পূর্বে বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আখ ক্ষেতের ভেতরে লাশ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, একজন কৃষক মাঠে আসলে অনেক দূর্গন্ধ পেয়ে কৌতুহল বসত সেখানে গিয়ে গলিত লাশ দেখে তাৎক্ষণিক বেলপুকুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
বিষয়টি নিশ্চিত করে আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যার পূর্বে খবর পাই বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আখ ক্ষেতে গলিত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। আমি সহ আমার ফোর্স ঘটনাস্থলেই আছি৷তবে কার লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ পোস্টমর্টেম এর পর জানা৷ যাবে। ইতি মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল আরেফিন। রাজশাহী পিবিআই এর ইনচার্জ জালাল উদ্দীন। তবে পিবিআই এর কর্মকর্তা জানিয়েছেন কোনো ভাবেই আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি। সংবাদ লেখা পর্যন্ত ঘটনা স্থলে কাজ করছে সিআইডি।