কুড়িগ্রামের রাজারহাটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এর জেরে সাময়িক বরখাস্ত সরকারি শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে নিঃশর্তে কর্মস্থলে পূণর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিসিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মে বুধবার বেলা ৩ ঘটিকায় একটি প্রতিবাদ মিছিল রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা জুলাই এর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম- সম্পাদক মনিবুল হক বসুনিয়ার বিরুদ্ধে আইসিটি নামক কালো আইনে সাময়িক বরখাস্ত, নিঃশর্তে প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন। অবিলম্বে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না হলে দেশজুরে কর্মসূচির ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।
রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন,প্রধান শিক্ষক সাইফুর রহমান মন্ডল, শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ, রায়হান রাজু, সমাজ সেবক মোঃ নুর ইসলাম, মতিউর রহমান প্রমুখ।