জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দিব মানবতার কল্যাণে এই স্লোগানকে সামনে রেখে রানিশংকৈল উপজেলায় “আমাদের স্বপ্ন রক্ত দান সেবা” রক্ত দান সংগঠন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ ৮ই এপ্রিল রোজ মঙ্গলবার রাত ৯.০০টার সময় মোঃ মোজাফফর হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রানিশকৈল উপজেলা কার্যালয়ে এই সংগঠনের উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট মোঃ আমানুল্লাহ আল জিহাদি। তিনি বলেন আমাদের এই সমাজে এখনো অনেক মূমুর্ষ রোগী রক্তের অভাবে মারা যান। একজন শ্রমিক একজন কৃষক এক ব্যাগ রক্তের জন বহু পেরেশানির শিকার হন। আমাদের এই সংগঠনের কাজ হবে রোগী আমাদের খুঁজবে না বরং আমরা খুঁজে বের করব কার রক্ত লাগবে। আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যেই হবে এটি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জনাব মোঃ মতিউর রহমান। উপস্থিত ছিলেন রানিশংকৈল উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জনাব মোঃ মোকাররম হোসেন। আরো উপস্থিত ছিলেন রানিশংকৈল উপজেলা জামায়াতের পৌর আমীর জনাব মোঃ আঃ মতিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন রানিশংকৈল উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন মাস্টার।