1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া গাবতলীর স্কুল ছাত্র সিফাত হত্যার মূল হোতা গ্রেফতার রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারীকরণ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষীপুরে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৬ জন গ্রেপ্তার ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফা দাবিতে অনড় ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার জেটের রাজবাড়ী জেলার সদস্য সচিব: ইন্জি: আব্দুল্লাহ অভি ঢাকা জাতীয় প্রেসক্লাব আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কয়রায় রেকর্ডীয় সম্পত্তি দখল: পুলিশের প্রতিবেদন সত্ত্বেও হুমকির মুখে ভুক্তভোগী কৃষি অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে হারভেস্টারে ধান কর্তনে অতিরিক্ত টাকা আদায়

রায়পুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত জসিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Delwar patwary
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন ব্যাপারীর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় নারী-পুরুষ, নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে নিহত জসিমের বাবা ফজল করিম বেপারী, মা সুরাইয়া বেগম, স্ত্রী ও সন্তানরা বক্তব্য রাখেন। তারা জসিম হত্যার সুষ্ঠু বিচার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, “আমরা জসিম হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের ফাঁসি চাই”, “সন্ত্রাসীদের আশ্রয়দাতাদেরও বিচার চাই।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও চরবংশী গ্রামে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে সাইজুদ্দিন দেওয়ান হাসপাতালে নেওয়ার পথে মারা যান। জসিম উদ্দিন ব্যাপারীসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরদিন সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে জসিম মারা যান। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
জসিমের বাবা ফজল করিম বেপারী গত বুধবার রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামালকে প্রধান আসামি করে ৪৮ জনকে এজাহারভুক্ত এবং আরও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
নিহত জসিম উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com