রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা। আজ (স্থানীয় সময়) বেলা আনুমানিক ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে দীর্ঘক্ষণ ধরে চলছে মুষলধারে বৃষ্টিপাত।
আজ বিকেলে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে অব্যাহত থাকে। এতে রাস্তাঘাট ও নিম্নাঞ্চল প্লাবিত হয়, বিশেষ করে গাউছিয়া মার্কেটের অভ্যন্তরে বৃষ্টির পানি প্রবেশ করে। পানির তীব্র স্রোতের কারণে মার্কেটের বহু দোকানে পানি জমে যায়, ফলে দোকানিরা তাদের পণ্য ও সামগ্রী দ্রুত সরাতে বাধ্য হন।
– মার্কেটের অভ্যন্তরে পানি জমে যাওয়ায় ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হয়।
– কিছু দোকানের পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
দোকানদার ও স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতায় এমন সমস্যা বারবার দেখা দেয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতা রোধ করা যায়।
গাউছিয়া মার্কেটের মতো বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা রোধে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে ভবিষ্যতে সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব।