গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ের লোহাগাড়া উপজেলার মনিটরিং কমিটির ১ম সভা ১৯ মে বিকেলে লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগাড়া উপজেলা মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ ইনামুল হাছান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মনিটরিং কমিটির সদস্যসচিব সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা চট্টগ্রাম জেলার অধীনে লোহাগাড়া উপজেলায় পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র সমূহের সার্বিক অগ্রগতির বিষয়ে বলেন, শিশুর প্রারম্ভিক বিকাশে শিক্ষার হার বাড়ানো, নৈতিক শিক্ষা প্রচার, কিশোর-কিশোরী থেকে যুবক-যুবতী পর্যন্ত নৈতিক শিক্ষার চর্চা চালু রাখার ক্ষেত্রে বর্তমান প্রকল্প সমাজে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম। তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় লোহাগাড়া উপজেলায় ১৫টি প্রাক-প্রাথমিক, ০৪টি ধর্মীয় শিক্ষা শিশু, ০৫টি ধর্মীয় শিক্ষা বয়স্ক মোট ২৪টি শিক্ষা কেন্দ্র চলমান রয়েছে। তিনি উপজেলার কয়েকটি দূর্বল শিক্ষাকেন্দ্রে মনিটরিং বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, লোহাগাড়া থানার এস আই জনাব মো: মাইনুদ্দিন, উপজেলা মনিটরিং কমিটির সদস্য শিক্ষক ও কলামিস্ট সুমন মজুমদার ও ফিল্ড সুপারভাইজার বিশ্বজিৎ কর্মকার প্রমূখ।