বগুড়ার শিবগঞ্জে জমা জমি সংক্রান্ত মারপিটের ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আমতলি বড়বাজার পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত বৃদ্ধ পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃতঃ সোবহান শেখের ছেলে। আহত বৃদ্ধকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরাবাদ মৌজার ২০০২ নং দাগের ৬ শতাংশ জমি নিয়ে বিরোধে এ মারামারি সংঘটিত হয়। আহত বৃদ্ধের ছেলে নিরব শেখ বলেন, আমাদের জায়গায় প্রাচীর ও দাদার কবরের দেয়াল নির্মানের কাজ করার সময় প্রতিপক্ষ মহাব্বত, জয়নাল, রুমান, ইউসুফ, রায়হান, জাকিরগংরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমার বাবাকে আহত করেছে। এ জমির সকল কাগজপত্র আমাদের রয়েছে। আমরা অনেক আগে থেকে এ জমি ভোগদখল করে আসছি। আগেও তারা আমাদের সাথে এ জমি নিয়ে ঝামেলা করেছে। জয়নাল শেখ জানান, ঐ সম্পত্তি আমাদের কবলা করা সম্পত্তি। আবু বক্কর সিদ্দিকদের কোন কাগজপত্র নেই। তারা গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা করছে। তাদের আপোষের কথা বললে তারা কর্ণপাত করেনা। কাগজমূলে তারা জমি পেলে আমরা দিয়ে দিবো। তাদের আঘাতেই আবু বক্কর সিদ্দিক আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, বিষয়টি নিয়ে দু’পক্ষের সাথে কথা বলে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।