চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৭ হাজার প্রান্তিক কৃষকদের মধ্যে উপশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। বীজ সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উপকার ভোগী কৃষকরা বীজ সারের সঠিক ব্যবহার করবেন। কেউ সার বীজ হস্তান্তর বা বিক্রয় করবেন না।
এ সময় উপজেলা মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন সহ অন্যান্যরা।
২০২৪/২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি ডিএমপি,১০ কেজি এম ওসি দেয়া হয়।