বগুড়ার শিবগঞ্জে এক সংগ্রামী নারী ৪০ জন উদ্যোক্তা নারীকে নিয়ে ব্যবসার মাধ্যমে পথ চলার সাফল্য অর্জন করেছেন।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী উত্তরপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আ: ছালামের স্ত্রী কুমকুম নাহার (৩৯) গত ২২ বছর যাবৎ তার একান্ত প্রচেষ্টায় নিজ গ্রামে ৪০ জন সমাজে পিছিয়ে পড়া নারীদের সঙ্গে নিয়ে গ্রামীণ নারী শক্তি নামে একটি সংগঠন তৈরী করেন। এর মাধ্যমে হাটি হাটি করে সমাজের বিশেষ অবদান রাখায় তিনি ইতি পূর্বে আই.সিটি এবং মহিলা অধিদপ্তর থেকে কয়েকবার সম্মাননা ক্রেষ্ট ও সনদ গ্রহণ করেন। এছাড়া সংগঠনটি সমাজসেবা মূলক কাজে লিপ্ত এবং গাছ বিতরণ, গাছ রোপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করে থাকেন। তার এই সাফল্যের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন জেলায় উপজেলায় এবং দেশের বাহিরে তাদের নিজস্ব পন্য রপ্তানিও করে থাকেন। এব্যাপারে সফল উদ্যোক্তা নারী কুমকুম নাহার বলেন, আমি দির্ঘদিন যাবৎ কৃষি পণ্য আম, লিচু, কলা, ড্রাগন, চাল, আচার ও মশলাসহ বিভিন্ন পণ্য কম্বো প্যাকিং রপ্তানী করে থাকি। তিনি আরো বলেন, মাংসের আচার, কাঠালের ও তীন ফলের আচার এবং বেবী নকশি কাঁথা, বড় নকশী কাথা, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মানের হাতের কাজের থ্রি পিচ, বেড শিট তৈরির মাধ্যমে উদ্যোক্তা ৪০ জন নারীদের অনলাইন ও অফ-লাইনের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। তাদেরকে উৎসাহিত করা হয়েছে, সে কারণে আমরা সাফল্য অর্জন করেছি। তারা এই সাফল্যকে ধরে রাখতে সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।