উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। এর আগে ইউএনওর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শিবগঞ্জ ভূমি অফিস থেকে শুরু হয়ে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
**ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা বা প্রশ্নের সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি সেবা দেবেন।**উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার , বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কমান্ডার মো বজলার রশিদ সোনু, দুলভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম আযম,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
**সহকারী কমিশনার (ভূমি) মো তৌফিক আজিজ হোসেন জানান, মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। একই ছাদের নিচে নামজারি, খাজনা পরিশোধ, দলিল সংক্রান্ত পরামর্শ এবং সেটেলমেন্ট সংক্রান্ত সেবা প্রদান করা হবে।