খাগড়াছড়ি জেলা,দীঘিনালা উপজেলায় শীতের প্রকোপ উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জমিতে বোরো রোপনে ব্যস্ত থাকতে দেখা গেছে।কেউ কেউ প্রচুর শীত থাকার কারনে আগুন জালিয়ে শরীল গরম করে কৃষকরা পানিতে নামতেছেন।আগাম তৈরি বীজতলা থেকে এবারও কৃষকরা শীতের শুরুতেই আগাম চারা রোপনের কাজ শুরু করেছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে কৃষকদের। স্থানীয় কৃষকদের দাবি, কৃষি অফিসে আরোও জনবল বৃদ্ধি করে কৃষি চাষে আরও বেশি সেবা দিতে। চাষীরা যেন সঠিকভাবে চাষ করতে পারে সে জন্য উপজেলার কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন। চারা উত্তোলন করছি জমিতে রোপনের জন্য। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আল্লাহর রহমতে বোরো ফসলটি ভালো হলে এবং বাজার দাম ভালো থাকলে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারব ইনশাল্লাহ।