1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ‘স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন’র সদস্য সংগ্রহ শুরু বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি কর্তৃক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন প্রতিবন্ধী শিশুদের সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আবেদন বরিশালে ‘আওয়ামী লীগ ভেবে’ নাগরিক কমিটির ওপর কৃষকদলের হামলা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল বিজয় র‍্যালি ও মহান বিজয় দিবস পালন বেড়ীবাধ ও কৃষি জমি রক্ষার দাবি গ্রামবাসির মনপুরায় পুলিশের উপর হামলার তিন যুবলীগ নেতা আটক বগুড়া জেলা কারাগারে ২৫ গ্রাম গাঁজাসহ গাবতলীর মাসুদ গ্রেফতার মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শেরপুরে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত

লিখন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
লিখন, শেরপুর জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর সোমবার দুপুর ১টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালিটি বের করা হয়। পরে বিজয় র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিটিতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে বিজয় র‌্যালি শেষে জেলা বিএনপি দলীয় কার্যালয় সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। এসময় তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আর সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা কুচক্র করে যাচ্ছেন। তাই আগামী দিনে আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখনও ক্ষমতায় যাইনি। আমরা এখনও বিরোধী দল। ক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আগামী দিনে বিএনপি ঐক্যবদ্ধ থেকে দেশ তথা শেরপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com