‘তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও’
#বিশেষ অতিথিবৃন্দঃ
#.রাংগুনিয়া আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতিঃ মাষ্টার মুহাম্মদ আবু নাফিস তার বক্তব্যে বলেন,
ইসলামে মালিক-শ্রমিক সম্পর্ক হবে পিতা-সন্তানের ন্যায়। নিজের পরম আত্মীয়ের মতোই শ্রমিকের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করা, পরিবারের সদস্যদের মতই তাদের আপ্যায়ন করা, শ্রমিকের সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিটি মুহূর্তের প্রতি মালিকের খেয়াল রাখা এবং তাদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করা মালিকের দায়িত্ব ও কর্তব্য। শ্রমিককে তার প্রাপ্য পূর্ণভাবে যথাসময়ে প্রদান করাও মালিকের একটি প্রধান দায়িত্ব।
এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ছাঃ) শ্রমিক ও শ্রমজীবী মানুষকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখতেন। কারণ যারা মানুষের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজেদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়, তারাতো মহান আল্লাহর কাছেও মর্যাদার অধিকারী।
#.বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাংগুনিয়া উপজেলা এ-র সাবেক সভাপতিঃ ইন্জিনিয়ার মুহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথির আলোচনায় বলেন, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ধর্ম ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকারের কথা বিধৃত হয়েছে। শ্রমিকদের প্রতি সুবিচারের নির্দেশ দিয়েছে ইসলাম। ইসলাম শ্রমের প্রতি যেমন মানুষকে উৎসাহিত করেছে (জুম‘আহ ১০), তেমনি শ্রমিকের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার পূর্ণ প্রত্যয় ব্যক্ত করেছে।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারিঃ মুহাম্মদ এরশাদ চৌধুরী এর সঞ্চালনায় প্রোগ্রামের
প্রোগ্রামের সভাপতিত্ব করেন,
রাংগুনিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতিঃ মুহাম্মদ রাশেদুল আলম।
প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করেনঃ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল মুহাম্মদ ওমর ফারুক
#প্রোগ্রামের উদ্বোধক
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টাঃ মুহাম্মদ আজিম উদ্দিন।
#উদ্বোধনী বক্তব্যঃ চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ সওদাগর।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহসভাপতি নূরুল আবছার, উপজেলা কোষাধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান রাজু, লালা নগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতিঃ মুহাম্মদ খোরশেদ আলম তালুকদার, পদুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতিঃ জামাল উদ্দিন সওদাগর, কোদালা ইউনিয়ন সভাপতিঃ মুহাম্মদ গিয়াসউদ্দিন, পৌর সেক্রেটারিঃ নিজাম উদ্দিন, হোসনাবাদ ইউনিয়ন সেক্রেটারিঃ হাজী মুহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি, হাজী মুহাম্মদ ইব্রাহিম,