চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়নস্থ উত্তর আমিরাবাদ সার্বজনীন শ্রীশ্রী মগধেশ্বরী মাতৃমন্দিরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ এপ্রিল মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্ম সম্মেলন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকাল ৯ টায় মায়ের পূজা আরম্ভ হয়। সকাল ১০ টায় চণ্ডীপাঠ শুরু হয়। চন্ডী পাঠ করেন শ্রী অজয় চক্রবর্তী। দুপুরে ধর্ম সম্মেলনে আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। ধর্ম সম্মেলনে বক্তারা বলেন, ধর্মচর্চার মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, এ সময় উপস্থিত ছিলেন উত্তর আমিরাবাদ সার্বজনীন কালীমন্দির পরিচালনা কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা শ্রী রন্জন কুমার মজুমদার, যগ্ম আহবায়ক রতন ভট্টাচার্য, শ্রী শ্রী মগধেশ্বরী মাতৃমন্দিরের প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শ্রী উজ্জ্বল মজুমদার, প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক শ্রী পার্থসারথী দাশ গুপ্ত,শ্রী গৌতম মজুমদার,শ্রী সমীর দাশ, ব্যাংকার সুবীর কান্তি পাল, মুক্তিযোদ্ধা রনেন্দ্রনাথ চক্রবর্তী, শিক্ষক ভবতোষ দত্ত,শ্রী শুভাশীষ দত্ত মিন্টু, তাপস হোড়,সাবু দাশ,রুপন মজুমদার,সত্যজিৎ রায় চৌধুরী রবিন, শ্রীমান ভট্টাচার্য, শ্রী রুবেল চক্রবর্তী উত্তর আমিরাবাদ গ্রামের ভক্তবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।