খাগড়াছড়িতে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব চাংক্রাণ-বিহু-সাংগ্রাইং-বিঝু-বৈসু-বিষু উৎসবের সরকারি ছুটির দাবিতে আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে মিছিল ও মানববন্ধন সমাবেশ হয়েছে।
বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব চাংক্রাণ-বিহু-সাংগ্রাইং-বিঝু-বৈসু-বিষু উৎসব। এ উৎসবের দিনে ১৩ ও ১৫ তারিখে এসএসসি রুটিন পরিবর্তন এবং এপ্রিলের ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত পাঁচদিন সরকারি ছুটি ঘোষণার দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধনটি আয়োজন করা হয়।শিক্ষা মন্ত্রণালয় আদিবাসীদের সাথে এখনো বৈষম্য করে চলেছে তাই আমাদের প্রধান সামাজি উৎসবের দিনে এসএসসি পরীক্ষার রুটিন তারিখ নির্ধারণ করেছে। তাই অবিলম্বে ১৩ ও ১৫ তারিখে এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন এবং এপ্রিলের ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত পাঁচদিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানান আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।মানববন্ধনটি সমাবেশিত হয়েছে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে। মিছিল ও মানববন্ধনের শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।