সরকারি অর্থায়নে নির্মাণ করা হচ্ছে সড়ক। কিন্তু নির্মাণ কাজ শেষ করার আগেই সড়কের মধ্যে টিনের বেড়া দিয়ে আটকে রাখতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মীয়মান সড়কের কাজ বন্ধ রয়েছে। সড়কের মধ্যে টিনের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নির্মীয়মান সড়কের মধ্যে ইউনুছ নামের এক ব্যক্তির জায়গা রয়েছে। তার সাথে পুর্ব পরিকল্পনা ব্যতিত সড়কের কাজ শুরু করার কারণে তার জায়গা সে টিনের বেড়া দিয়ে আটকে রেখেছে। সড়কটি নির্মাণের কাজ করছেন ধীপুর ইউপি সদস্য শরীফ হোসেন মাকসু। তিনি জানান, ইউনুছ সাহেব টিনের বেড়া দিয়ে তার জায়গা আটকে রেখেছে তাই সড়কের বাকি কাজ করা যাচ্ছেনা। ধীপুর ইউপি চেয়ারম্যান ইউনুস সাহেবের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি একটা সমাধানের ব্যবস্থা করা হবে। ইউনুছ কোল্ড স্টোরেজ এর ব্যবস্থাপক মো. রাব্বি বলেন, আমাদের জায়গাটি এতদিন উন্মুক্ত ছিল এমডি স্যারের নির্দেশনা অনুযায়ী আমাদের জায়গাটি টিনের বেড়া দিয়ে বাউন্ডারি করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর বলেন, কাবিখা প্রকলের একটি রাস্তার কাজ চলছে কিন্তু জায়গা জটিলতা সংক্রান্ত বিষয়ে কাজটি আপাতত বন্ধ আছে। প্রকল্পের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান এর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যিনি জায়গার দাতা তারসাথে সমন্বয়হীনতার কারণে কাজটি বন্ধ আছে। জমিদাতা যদি জায়গা দিতে চায় তাহলে তারা কাজটা শেষ করতে পারবে। যদি তারা কাজটা শেষ করতে পারে তাহলে সে অনুযায়ী আমরা বিলটা পেমেন্ট করবো আদারওয়াইজ বিল পেমেন্ট করবোনা।