জামালপুর সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ, মাদক, জুয়া, ইভটিজিং বিষয়ে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ওসি) চাঁদ মিয়া ,কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আননু মিয়া, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, আইন শৃঙ্খলা উন্নতির জন্য আলোচনা সভা করা হয়েছে।