জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ বূধবার সকাল সাড়ে ছয়টার দিকে তালুকদারবাড়ি রেল ক্রসিংয়ের প্রায় ৪শ গজ উত্তরে রেললাইনের পাশে হাত পা কাটা থেতলে যাওয়া ক্লাসটি পড়েছিল। গেটম্যান বাচ্চু মিয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ের দায়িত্বরত কর্মচারী শরীফ হাসান (মেইট-৩২) কে অবহিত করেন।
শরীফ হাসান জানান, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ৩৮ (থার্টি এইট) ডাউন ট্রেনটি সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি মারা যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তবে তার পরিচয় এখনো কেন যায়নি।
জামালপুর জিআরপি থানার এসআই সাইফুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরো বলেন জামালপুর রেলওয়ে পুলিশ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।