1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের সাকির, পিতা: ফকির নামে এক গাছি রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন খেজুরগাছ কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ টাঙ্গাইলে মির্জাপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসকনের কার্যক্রম বন্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর

সাংবাদিক শিমুল হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

ফারুক হাসান কাহার
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার কৌশলগতভাবে বিলম্বিত না করে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে জোর দাবি করেছেন তার স্ত্রী-ছেলেমেয়ে ও সহকর্মীরা। ৩ ফেব্রয়ারি সাংবাদিক শিমুল হত্যার সপ্তমহত্যা দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় এ দাবি জানান তারা।

শাহজাদপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন, মামা হাজী আব্দুল মজিদ, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা।

অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ। সমকাল জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, নিউ এজ সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী, আবুল কাশেম, মুমিদুজ্জামান জাহান, সাগর
বসাক, জহুরুল ইসলাম, আমিরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মনিরুল গনি চৌধুরী শুভ্র, ওমর ফারুক, মিলন মাহফুজ, রাসেল সরকার, মির্জা হুমায়ন, সমকাল প্রতিনিধি কোরবান আলী লাভলু উপস্থিত ছিলেন।

এমপি চয়ন ইসলাম বলেন, ‘সাত বছর আগে প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে খুন করা হলো, অথচ তার বিচার এখনও হয়নি। শিমুল আমাদের ছেলে, তার বিচার ইনশাল্লাহ এ সরকারের আমলে অবশ্যই হতে হবে। নিহতের পরিবারের সদস্যদের
নিকট অনুরোধ মামলার নতিপত্র আমার কাছে হস্তান্তর করার জন্য। এখন থেকে বাদির আর দায়িত্ব নেই। বিচার পরিচালনার সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘শিমুলের স্ত্রী-সন্তান ও স্বজনেরা তাদের জীবত দশায় বিচার দেখে যেতে পারেন, সে চেষ্টা আমি করবো।’

সাংবাদিকদের উদ্দ্যেশে এমপি চয়ন ইসলাম আরো বলেন, ‘শিমুল হত্যার বিচার প্রক্রিয়া তড়ান্বিত করতে শাহজাদপুরের সকল গণমাধ্যমকর্মীদের একজোট হতে হবে। আপনারা একজোট না হলে খুনিরা সহজেই পার পেয়ে যাবে। বার বার সাংবাদিকদের ওপর হামলা চালাবে খুনিরা। আপনারা একজোট হলে কোন শক্তিই শিমুলের বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সাহস পাবেনা।’

এর আগে প্রেসক্লাব চত্ত্বরে শিমুলের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করেন
এমপি চয়ন ইসলাম, শিমুলের স্ত্রী-সন্তানসহ সহকর্মীরা। সমকাল পরিবারের পক্ষ্য থেকে ফুলের তোরা প্রদান করা হয়। এরপর বিচারের দাবিতে গণমাধ্যমকর্মীরা পৌর শহরে শোক র‌্যালী করেন। এর আগে শুক্রবার বাদ জুম্মা শিমুলের গ্রামের বাড়ি পোতাজিয়া ইউনিয়ের মাদলা গ্রামে দোয়া মহাফিলের আয়োজন করেন তার স্বজনেরা।

প্রসঙ্গত: ২০১৭ সালের ২ ফেব্রয়ারি শাহজাদপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধর করে হাত-পা ভেঙে দেবার ঘটনায় মিরুর সমর্থকদেরমধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল শর্ট গানের গুলিতে গুলিবিদ্ধ হন। শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে ঢাকা নেবারপথে মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com