সাবিহা সুলতানা ও সুরাইয়া সুলতানা “কিশোরকণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষায়” ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তারা উভয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সাবিহা সুলতানা দশম শ্রেণি, সুরাইয়া সুলতানা অষ্টম শ্রেণির শিক্ষার্থী।সাবিহা সুলতানা সিলেট জেলায় দশম শ্রেণির ট্যালেন্টপুলে প্রথম স্থান ও সুরাইয়া সুলতানা অষ্টম শ্রেণির ট্যালেন্টপুলে চতুর্থ স্থান অধিকার করে। সম্পর্কে তারা দুই সহোদর বোন।তারা নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও মুহাম্মদ আমিরুল হক সরকার,(শিক্ষক)’ মুক্তামনি’র কন্যা।তাদের উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।উল্লেখ্য যে, গত ২রা নভেম্বর ২০২৪ ইং সিলেট পশ্চিম জেলা(৭টি উপজেলা) শাখা অনুষ্ঠিত হয় কিশোরকণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা। এতে সিলেট জেলার প্রায় সাত হাজারের অধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বৃত্তি প্রাপ্তদের ২৭-২-২০২৫ ইং সিলেট শিল্পকলা একাডেমিতে বিশাল আয়োজনের মাধ্যমি সম্মাননা সনদ সহ পুরস্কার প্রদান করা হয়।