শ্রীমঙ্গলের সকলের প্রিয় পরিচিত মুখ ও সাবেক ব্যাংকার নাজির উদ্দিন আহমেদ আর নেই। তিনি সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সন্ধ্যার পর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইএফআইসি ব্যাংকের সাবেক কর্মকর্তা নাজির উদ্দিন আহমেদের অকাল প্রয়াণে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে আসে। তিনি শ্রীমঙ্গল গুহ রোডস্থ লংলা হাউজে বসবাসকারী হাজী ফরিদ উদ্দিনের ভাতিজা। বর্তমানে তিনি কলেজ রোডস্থ নিজ বাসভবনে বসবাস করছিলেন। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অকাল প্রয়াণে বন্ধুমহলের শোক সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক বন্ধু স্ট্যাটাসে লিখেছেন, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু নাজির উদ্দিন আহমেদ আজ সন্ধ্যা ৭টায় না ফেরার দেশে চলে গেছে। তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার সহৃদয়তা, স্নিগ্ধ ব্যবহারে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এ এক অপূরণীয় শূন্যতা তৈরি করে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার চির শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।” কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক প্রকাশ শ্রীমঙ্গলের সকলের প্রিয় পরিচিত মুখ ও সাবেক ব্যাংকার নাজির উদ্দিন আহমেদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।