সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় দস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা ও তার এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৭ জানুয়ারি খুলনার তেরোখাদা উপজেলার ধানখালী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সহযোগীসহ বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) কে আটক করে কোস্ট গার্ড । তার দেয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ,১ টি চাইনিজ কুড়াল,২ টি দেশীয় কুড়াল,১ টি দা,১ টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন এবং ১ টি হাতঘড়ি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত এবং জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গত ২ জানুয়ারি সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে বনদস্যু মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করলে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়।
এ সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হাওলাদার (৪৩), মোঃ সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), মোঃ ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) এবং মুছা মৃধা (৫৫) কে সুন্দরবন, দাকোপ এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।