সারাদেশের ন্যায় দিনাজপুরে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল সহ সম মানের পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্যে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি। আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করেন। এবং সকাল ১০ টা থেকে হাকিম পুর উপজেলার পরিক্ষা কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা চলবে বেলা ১ টা পর্যন্ত। এবছর হিলিতে ১ হাজার ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও বীরগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলোতে পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী মোঃ তানভীর আহমেদ ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।তিনি জানান সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরিক্ষার্থী পরিক্ষা দিয়েছেন।