সোনাগাজী মডেল থানা পুলিশ ২১ জুলাই দেশীয় তৈরী একটি পাইপগান সহ একজনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম আরিফ ওরফে জামাই আরিফ (৩২)সে মঙ্গলকান্দী ইউনিয়নের আনন্দিপুর গ্রামের আবু তাহেরের পুত্র।
গত রাত ০৮.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুরুল ইসলাম এর নেতৃত্বে স্থানীয় জনগনের সহায়তায় সমপুর গ্রামের জনৈক তৈয়বের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতি চেষ্টার অভিযোগে ৫ টি মামলা আছে। এ সকল মামলায় তার নামে ৪ টি ওয়ারেন্ট ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।