সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে পিস ঢালাইয়ের অসমাপ্ত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।১০ এপ্রিল ২০২৫,(বৃহস্পতিবার) কর্মসূচির মধ্যে ছিল ঝালকান্দি হয়ে লাধুরচর গোবিন্দপুর হুজুরের বাড়ি সংলগ্ন স্টিল ব্রিজ পর্যন্ত রাস্তার পিস ঢালাই কাজের আনুষ্ঠানিক সূচনা। সম্মানিত ব্যক্তিবর্গ ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন। গোবিন্দপুর ও আশেপাশের গ্রামবাসী এই প্রকল্পের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, রাস্তাটি সংস্কার হলে তাদের দৈনন্দিন যাতায়াত, কৃষি পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পিস ঢালাইয়ের কাজ শেষ করে রাস্তাটি জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে।