1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া গাবতলীর স্কুল ছাত্র সিফাত হত্যার মূল হোতা গ্রেফতার রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারীকরণ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষীপুরে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৬ জন গ্রেপ্তার ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফা দাবিতে অনড় ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার জেটের রাজবাড়ী জেলার সদস্য সচিব: ইন্জি: আব্দুল্লাহ অভি ঢাকা জাতীয় প্রেসক্লাব আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কয়রায় রেকর্ডীয় সম্পত্তি দখল: পুলিশের প্রতিবেদন সত্ত্বেও হুমকির মুখে ভুক্তভোগী কৃষি অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে হারভেস্টারে ধান কর্তনে অতিরিক্ত টাকা আদায়

হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি, বুকফাটা কান্নায় পাগল প্রায় মা

মো: অপি মুন্সী
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মাদারীপুরে জেলা হাসপাতাল থেকে আব্দুর রহমান নামে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্তান হারিয়ে পাগল প্রায় শিশুটির মা সুমি আক্তার। শিশুটিকে ফিরে পেতে মায়ের বুকফাটা কান্না আর আহাজারি যেন থামছেই না। মাদারীপুরে জেলা হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু আব্দুর রহমান। সন্তানকে হারিয়ে পাগল প্রায় শিশুটির মা সুমি আক্তার। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে এ ঘটে এ ঘটনা। জানা যায়, ওই হাসপাতালে মুহূর্তেই শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে পালিয়ে যান বোরকাপরা এক নারী, যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। ঘটনা তদন্তে এরইমধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। এই চক্রে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চুরি হওয়া শিশু আব্দুর রহমানের বাবা সুমন মুন্সি সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, তিনদিন আগে অসুস্থ দুই বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন মা সুমি আক্তার। এ সময় গোলাপি রঙের বোরকাপরা এক নারী শিশু আব্দুর রহমানকে কোলে তুলে নেন। আদর করার জন্য হাসপাতালের বারান্দা নিয়ে যান। মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়েন ওই নারী। অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। হাসপাতালের বাহিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে চুরি হওয়া আব্দুর রহমানকে উদ্ধার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’ বাবা সুমন মুন্সি বলেন, ‘আমি কাজে ছিলাম। আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে, এটা শুনেই হাসপাতালে ছুটে এসেছি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আর এই চক্রের সঙ্গে জড়িতদের বিচার চাই।’ শিশুটির আত্মীয় সাইদুর রহমান খান বলেন, ‘হাসপাতালে নিরাপত্তার অভাব। ফ্লোরের কোথায়ও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। থাকলে খুব সহজেই অপরাধীদের শনাক্ত করা যেতো। শুধুমাত্র হাসপাতালের নিচতলায় সড়কে একটি ক্যামেরায় ইজিবাইকে করে চলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। আমরা এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না।’ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘হাসপাতাল থেকে এক শিশুর ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ দিকে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের কোনো চিকিৎসক। এড়িয়ে যান আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিনও।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com