১৩ ই নভেম্বর কে ঘিরে পুলিশের বিশেষ অভিযান। যাত্রী , চালক ও যানবাহনে চলছে তল্লাশি। আগামী ১৩ ই নভেম্বর নিষিদ্ধ আওয়ামীলীগ এর ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে ভৈরব, কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দারিয়া কান্দি বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় কুলিয়ারচর থানার পুলিশদের। যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের দেহ ও গাড়ি ভালোভাবে তল্লাশি করছেন। এবং জিজ্ঞাসাবাদ করছে ১৩ ই নভেম্বর ঢাকায় নাশকতায় অংশগ্রহণ করতে যাচ্ছে কি না। এছাড়াও গাড়িতে ব্যানার, পোষ্টার, কিংবা অবৈধ অস্ত্র ও বোমা বহন করে নিয়ে যাচ্ছে কি না, তা যাচাই করছে পুলিশ সদস্যরা।