লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোজ মঙ্গলবার তারিখ:৮ ই এপ্রিল ২০২৫ ।সময় দুপুর ১২ ঘটিকায় সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষার্থীদের আয়োজনে স্কুল এ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সফিয়ার রহমান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ,এস,এম নিয়াজ নাহিদ মহোদয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সিনিয়র শিক্ষক হাসানুজ্জামান হাসান,আমিনুর রহমান, সিনিয়র শিক্ষিকা আলপনা আক্তারসহয় প্রমুখ।
এছাড়াও ওই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থী ছাত্রছাত্রীসহ অন্যান্য শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ফুল ও পরীক্ষার বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।