1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধিদের করণী নির্ধারণ সভা সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু নাসির নগরে এক কেজি গাঁজা সহ দুই জন গ্রেফতার শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধে মারপিটে বৃদ্ধ আহত ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর মাসুদ হত্যাকান্ডের এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আল-আমিন (৪৫) গ্রেফতার হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি, বুকফাটা কান্নায় পাগল প্রায় মা ‌কলারোয়ার কাজিরহাটে ট্রাক থামিয়ে চাঁদা দাবির অভিযোগ কালিগঞ্জের বিষ্ণুপুরে ভারসাম্যহীন গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চরফ্যাশনের চাঞ্চল্যকর মাসুদ হত্যার প্রধান আসামী আল-আমিন গ্রেফতার পীরগঞ্জে কিশোর নিখোঁজ: উদ্বিগ্ন পরিবার থানায় অভিযোগ দায়ের

কুষ্টিয়া দৌলতপুরে ফায়ার সার্ভিস না থাকায় প্রতিদিনই পুড়ছে মানুষের স্বপ্ন

মোঃ শাহীনূর ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ একটি বৃহৎ উপজেলা কুষ্টিয়া দৌলতপুর। ভারতের সীমান্তবর্তী এ উপজেলাটি ১৪টি ইউনিয়ন নিয়ে এটি গঠিত। এখানে রয়েছে ভারতের সাথে বাংলাদেশের প্রায়৪৭ কিলোমিটার সীমান্ত।১৯৮৩ সালে ৪৬১ বর্গ কিলোমিটার আয়তনের সীমান্তবর্তী এই দৌলতপুর থানা কে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান বহৎ উপজেলাটিতে প্রায় ৮ লক্ষাধিক মানুষের বসবাস। অত্যন্ত ঘনবসতির এই উপজেলাটিতে রয়েছে বেশ কয়েকটি মিল কারখানা। যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক লক্ষ মানুষের। উপজেলাটিতে সাধারণ মানুষের  বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানসহ মিলকারখানা গুলোতে মাঝে মধ্যে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এক নিমিষেই পুড়ে শেষ হয়ে যায় মানুষের স্বপ্ন। এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসতে আসতে সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর আগে। পরিবর্তন হয়েছে অনেক সরকার। কিন্তু দুঃখজনক  হলেও সত্য আজ বৃহৎ এ উপজেলাটিতে নির্মিত হয়নি ফায়ার সার্ভিস। এত বছর ফায়ার সার্ভিস নির্মিত না হওয়ার কারণ অনুসন্ধানে উঠে এসেছে জায়গা জমি নির্ধারণ না হওয়া। অবশেষে গত বছর জমির জটিলতার ও অবসান ঘটে। গত ২০২২ সালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের চুয়ামেলিক পাড়া গ্রামের মৃত আবুল খায়ের সাদ উদ্দিনের স্ত্রী হাসিনা  বানু তার বসতবাড়ির ৮২ শতক জায়গা ফায়ার সার্ভিসকে দান করেছেন। জমিদাতা এই নিঃসন্তান হাসিনা বানুর দাবি, তার মৃত্যুর আগে যেন তার  বসত ভিটাতে নির্মিত হয় ফায়ার সার্ভিস। হছিনা বানুর পাশাপাশি ফায়ার স্টেশনটি বাস্তবায়নে জোর দাবি জানিয়েছেন উপজেলাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ জানান, ফায়ার সার্ভিস নির্মাণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যেকোনো সময় দৃশ্যমান হবে অবকাঠামো। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের অ্যাসিস্টান্ট ডাইরেক্টর জানে আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন দৌলতপুর ফায়ার স্টেশনের জন্য অলরেডি জনবল ও নিয়োগ দেয়া আছে। বর্তমানে এটি সরকারের দুই নম্বর প্রকল্পে আছে একজনকে পাশ হলে অবকাঠামো দৃশ্যমান হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com