আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ আসন (হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজিরহাট) বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসানের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় হিজলা উপজেলার কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অংশগ্রহণ করেন। সভায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ঐক্য, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মতবিনিময় সভায় মোঃ রাজিব আহসান বলেন, ধর্মীয় নেতৃত্ব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যায়বিচার, সততা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী দিনে হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজিরহাটকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি ধন্যবাদ জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান বিএনপি মনোনীত এই প্রার্থী।এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, যুবদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।