জাপানের তকুশিমা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কাউয়ামুরা ইয়াসুহিকো সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সেখানে রাবি অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত স্মারকের আওতায় উভয় বিশ্বদ্যিালয় গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা সম্পাদন, অ্যাকাডেমিক তথ্য বিনিময় ইত্যাদি করতে পারবে।
প্রসংগত, ২০২২ সালের নভেম্বর মাসে জাপানের তকুশিমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তামতসু তানাকা রাবি সফর ও উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা য়ৌথ গবেষণা, শিক্ষক ও গবেষক বিনিময়সহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন এ চুক্তি সম্পাদনে মূল ভূমিকা পালন করেছেন।