1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬৭ তম বার্ষিক সাধারণ সভার সভাপতি মনোনীত হলেন ডা: মিজানুর রহমান মিঠাপুকুরে ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছাগলনাইয়ায় বি এন পির নেতা কর্মিদের সাথে মতবিনিময় করেন- মজনুর বড়াইগ্রামে স্বামীর মাছ চুরি, লজ্জায় গৃহবধূর আত্মহত্যা একদল লোক সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়েছে-রংপুরে জামায়াতের আমীর ফসলি জমির মধ্যে জাহাঙ্গীর নামের এক ব্যাক্তির মৃত দেহ পাওয়া গেছে এক পশলা বৃষ্টিতেই হাটু পানি দক্ষিণ রুমালিয়ার ছড়া সড়কে, অতি বৃষ্টিতে স্কুলে যাতায়াত বন্ধ ফরিদপুরে এ.কে. আজাদের বাড়িতে হামলার ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার জুলাই শহীদদের স্মরণে শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপির নেতা রকিবুল করিম পাপ্পু

এনইউবিটি খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

আল হাসান আকুন্ঞ্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ও আমেরিকান কর্ণার খুলনার উদ্যোগে মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুর ১২ টায়  এনইউবিটি খুলনার ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আহসান হাবীব, চেয়ারম্যান, যশোর শিক্ষাবোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, ডীন ব্যবসায়ে প্রশাসন এনইউবিটি খুলনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব খান মোতাহের হোসেন, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা। জনাব চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, প্যানেল চেয়ারম্যান, খুলনা জেলা পরিষদ, খুলনা এবং এডভোকেট শেখ অলিউল ইসলাম জজকোর্ট খুলনা ও বিভাগীয় সমন্বয়কারী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মতিউর রহমান, প্রভাষক সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এনইউবিটিকে খুলনা।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো: শাহ আলম, রেজিস্ট্রার, এনইউবিটি, খুলনা। এ সময় ড. মো. শাহ আলম বলেন, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় কিশোর – তরুণরা মাদকসক্ত হয়ে পড়ছে। বর্তমানে প্রায় ৩০ শতাংশের বেশি শিক্ষার্থী ডিজিটালি আসক্ত এবং অন্তত ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত এবং এ আসক্তি দ্রুত বেড়েই চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব বলেন পিতামাতা শিশু কিশোরদের পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে তারা ডিজিটাল আসক্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান যুব সমাজ বন্ধু নির্বাচনে ভুল করাও মাদকাসক্তি এবং অন্যায়মূলক কাজের সাথে জড়িয়ে পড়ার কারণ
উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা মাদক ও ডিজিটাল আসক্তমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের প্রতি তাগিদ দিন এবং এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com