ঘটনা সূত্রে জানা যায় ওই পোশাক শ্রমিক লাকি স্টার গার্মেন্টসের ৮ম তলায় H লাইনে কাজ করে, সকাল ১০.০০টায় ঘন্টার কম প্রডাকশনের জন্য লাইনচিফ মোঃ ইব্রাহিম হোসেন তকে অশালীন ভাষায় গালাগাল করে এতে সেই পোশাক শ্রমিক এক পর্যায় তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তার সাথে তর্কে বিতর্কে জরিয়ে পরে।পোশাক শ্রমিকদের উপর হাত তোলা নিষিদ্ধ জানা সত্ত্বে ও লাইনচিফ মোঃ ইব্রাহিম হোসেন তার গায়ে ধাক্কা দেয় ও তাকে চড় মেরে ফেলে।
আশে পাশে থাকা শ্রমিকরা তার প্রতিবাদ করলে তাদের উপরও চড়াও হয়।এক পর্যায় তার সবাই মিলে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয় ও তার পদত্যাগের দাবি জানায়
উক্ত বিষয় টি নিয়ে কারখানার উর্ধতন কর্মকর্তারা ওই লাইনচিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।এতে সুস্পষ্ট বিচার পাওয়ায় শ্রমিকরা যার যার কাজে ফিরে যায়।