1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

মর্যাদা রক্ষা করতে হবে সাংবাদিকদেরই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

যশোরে যথাযথ মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত হয়েছে। প্রথমবারের মতো গ্রামের কাগজ-সাকমিড এই দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে প্রেসক্লাব যশোরের দ্বিতীয়তলায় শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে যশোর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, ফটো সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গোল টেবিল বৈঠকে গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় বক্তৃতা করেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব সভাপতি দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন। উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু।

‘জেলা শহরের সাংবাদিকতা : সমস্যা সংকট ও উত্তরণ ভাবনা’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান। সাকমিডের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস ও সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির।

বক্তারা বলেন, সাংবাদিকদের মর্যাদা সাংবাদিকদেরই রক্ষা করতে হবে। আর এটি করতে আগে মর্যাদার বিষয়টি ধারণ করতে হবে। একটু সংযত হলে মর্যাদা ঠিক থাকবে বলে কেউ কেউ মত দেন। বক্তারা বলেন, আমরা আমাদের ভুল থেকে বেরিয়ে আসলে মর্যাদা বাড়বে ছাড়া কমবে না।(সূত্র;গ্রামের কাগজ)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com