শহীদ স্মৃতি বিদ্যাপীঠের এস এস সি ২০২৪ কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন
শামীম আহমেদ
-
প্রকাশের সময় :
বুধবার, ১৫ মে, ২০২৪
-
১১০
বার পড়া হয়েছে
সারাদেশে এক যুগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত রবিবার (১২ মে) ।
২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো বলে জানা যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ।এর মধ্যে মাধ্যমিকের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের মোট পরীক্ষার্থী ছিলো ৪৯ জন, পাসের হার ১০০% ।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন , শুধু জেলায় সেরা নয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছি । এর পেছনে কোন রহস্য নেই । এর জন্যে সঠিকভাবে সিলেবাস ফলো করা, দূর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে যত্ন নেয়া, অভিভাবকদের নিয়ে খোলামেলা আলোচনা করা অতি জরুরি । তাছাড়া ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কম রাখার মাধ্যমে সঠিক পাঠ দানের ব্যবস্থা করাও একটি ব্যাপার রয়েছে ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, সবার বিশেষ করে অভিভাবক ও শিক্ষকদের আরো দায়িত্বশীল ও সচেতন হতে হবে ।
ছাত্রছাত্রীদেরকে আনন্দের সাথে শিক্ষা দান করতে হবে । তাহলেই আমরা শতভাগ সফলতা অর্জন করতে পারবো ।
এ বিভাগের আরো সংবাদ