নেত্রকোনা জেলার দুর্গাপুরে “এন্টিবায়োটিক বিষয়ে সচেতন হই- সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর আয়োজনে, আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি এর সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাম্মাৎ জেবুন্নেছা এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডাঃ শিলা রাণী দাস, গাইনী কনসালটেন্ট ডাঃ শেখ ফারহানা ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, মেডিকেল টেকনোলজিস্ট রবীন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।