1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জেলা পুলিশের অভিযানে ইজিবাইক চোর আটক রাজারহাটের আলোচিত আনিছুর অপহরন মামলায় অন্যতম আসামী গ্রেফতার কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু, কটিয়াদীতে শোকের মাতম সবুজ পৃথিবী গড়তে কটিয়াদীতে ১১০০ শিক্ষার্থীকে গাছের চারা উপহার জুলাইয়ের শহীদ দিবসে বি এম কলেজে স্মরন সভা ও দোয়া মোনাজাত নভেম্বরে হাইল হাওর দখলমুক্ত করার অভিযানে নামবে জনতা: সংবাদ সম্মেলনে হাওর রক্ষা নেতৃবৃন্দের ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক : যশোরে জুলাই শহীদ দিবসের স্মরণসভায় অমিত এনসিপির সমাবেশে হামলার ঘটনায় কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

অবশেষে চালু হলো জামালপুর থেকে চট্টগ্রাম যাওয়া ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন

মোঃ রবিন আলী, বিশেষ প্রতিনিধি, জামালপুর ৫
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে

অবশেষে চালু হলো জামালপুরবাসীর বহু কাঙ্ক্ষিত ট্রেন জামালপুর থেকে চট্টগ্রাম যাওয়া ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন।শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর এ ট্রেনটি।

জানা গেছে, বিজয় এক্সপ্রেস জামালপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। এর আগে এটি ময়মনসিংহবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করে। জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনে রেল কর্তৃপক্ষ এ ট্রেনের রুট বর্ধিত করে জামালপুর-চট্টগ্রাম পর্যন্ত চালু করেছে।

৩৪০ কিলোমিটার দূরত্বের এ রুটে কয়েকটি শ্রেণিতে যথারীতি শোভন চেয়ার, এসি চেয়ার, এসি কেবিন ও নন এসি কেবিন সংবলিত ট্রেনের সর্বনিম্ন শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৩০ টাকা এবং সর্বোচ্চ এসি কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা। এ ট্রেনে জামালপুর থেকে ২১৭টি টিকিট বরাদ্দ রয়েছে।

প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে জামালপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে গিয়ে পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ি, কিশোরগঞ্জ, সরারচর, ভৈরব, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, ভাটিয়ারী যাত্রাবিরতি শেষে ভোর ৫টায় চট্টগ্রাম রেলওয়ে জংশনে পৌঁছাবে। অন্যদিকে চট্টগ্রাম থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জামালপুরে পৌঁছার কথা রয়েছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার বাদে ৬ দিন নিয়মিতভাবে এ রুটে যাতায়াত করবে এ ট্রেন।

জামালপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. উজ্জ্বল শেখ বলেন, চলতি মাসের ১৫ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে বিভাগের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (এফ) (পূর্ব) কামাল আক্তার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে ওয়ার্কিং টাইম টেবিল-৫৩ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। সেখানে বিজয় এক্সপ্রেসের স্টার্টিং পয়েন্ট ময়মনসিংহের পরিবর্তে জামালপুর করা হয়েছে। বিজয় এক্সপ্রেস ট্রেন চলাচলের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চালু হয়েছে।

জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের সহসভাপতি ইকরামুল হক নবীন বলেন, ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হলো জামালপুর জেলা। বিশেষ করে কৃষি শিল্প-বাণিজ্য, বিপণনসহ নানা ক্ষেত্রে দেশের অন্য যেকোনো জেলার চেয়ে কোনো অংশেই কম নয়। বিজয় এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় জামালপুর থেকে এখন দ্রুত সময়ে পণ্য আনা-নেয়ার পাশাপাশি অর্থ সাশ্রয় হবে এবং ভোগান্তিও কমবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com