1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা চৌরঙ্গী মেড়ে অবস্থিত মাগুরা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ২০২৪ লালমনিরহাটে বাবু গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী বলেন মানুষ সংস্কার বুঝে না, বুঝে শুধু উন্নয়ন রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই-আগষ্টে গণঅভ্যুস্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়া যাত্রী ছাউনীর বেহাল অবস্থা তারেক রহমান ও শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের ও বৃহত্তর কর্মসূচির হুমকি হিন্দু সম্প্রদায়ের ৬৫তম রুহিয়া আজাদ মেলা উদ্বোধন দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু শেখ হাসিনা বাকশাল তৈরি করতে চেয়েছিলেন, ভেবেছিলেন গণতন্ত্রের মোড়কে বাকশাল চলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হরিরামপুর ইউনিয়নে পন্থি ভূমি দস্যুকর্তৃক ৫ লক্ষ টাকার বাগানের গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

গাজীপুরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আবুল ফাতে সফিকুল ইসলামের অনুমতিক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা এবং ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রশিক্ষক/মেন্টর তৈরীর লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর গাজীপুরের উপপরিচালক মোঃ মনজুরুল আলম মজুমদার, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ,গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. আনোয়ারুল করিম।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার। অনুষ্ঠানে মাদক বিস্তারের প্রেক্ষাপট, প্রতিরোধ, ক্ষতিকর দিক, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, মাদকদ্রব্যের ইতিহাস এবং মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকাসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

এ কর্মশালায় সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাদক নিয়ন্ত্রণে ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাদক নিয়ন্ত্রণে বেকার যুবকদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব দেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিক্ষার্থীদের বন্ধু নির্বাচনে যত্নবান হওয়ার উপদেশ প্রদান করেন। সহকারী পরিচালক তাঁর বক্তব্যে মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বারের বিজ্ঞ আইনজীবী মোঃ জালাল উদ্দীন। বক্তব্যে তিনি বলেন, সরকারী এজেন্সীর পাশপাশি অবৈধ মাদক নিয়ন্ত্রণ শিক্ষকমন্ডলী ও জনসাধারণের সচেতনতার ভূমিকা রয়েছে।

উক্ত অনুষ্ঠানে গাজীপুর শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর খান। মেন্টরদের প্রতিনিধি ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গৌতম সরকার বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে মাদকদ্রব্যের বিস্তার রোধে সচেতনতা অনুষ্ঠানে অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি, বিভিন্ন ডকুমেন্টারী প্রদর্শন, মেন্টর ও মাদক কর্তৃপক্ষের মধ্যে হোয়াটসাপ গ্রুপ তৈরির বিষয়ে আলোকপাত করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মেহেদী হাসান সকলের সহযোগিতা কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com