1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত মাগুরছড়া পুঞ্জিতে খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’ আশাশুনির বুধহাটা বাজার(আই বি ডব্লিউ এফ)কমিটি গঠন।।সভাপতি-হাসান,সেক্রেটারী আক্তারুজ্জামান মনোনী ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুহুর্তেই চলন্ত বাসে আগুনের লেলিহান শিখায় জ্বলসে গেলো কয়েকজন পটিয়া কুসুমপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা

নেত্রকোনা -১আসনে লড়াই হবে আ.লীগ- স্বতন্ত্রে

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিক পাওয়ার পর থেকেই মাঠে নানা ধরনের পোষ্টার, হ্যান্ডবিল ও ডিজিটাল প্রচার নিয়ে ব্যস্ত রয়েছে নেত্রকোনা – ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নেতাকর্মীরা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৮,০৬৭ এর মধ্যে পুরুষ ভোটার ২,১২,৬২৫ এবং মহিলা ভোটার ২,০৫,৪৩৮। এবার এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী (আ.লীগ মনোনীত-নৌকা), গোলাম রব্বানী (জাতীয় পার্টি মনোনীত-লাঙ্গল), জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র-ট্রাক), আফতাব উদ্দিন (স্বতন্ত্র-ঈগল), আহম্মদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-ছড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতিক পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আ.লীগ মনোনীত-নৌকা মার্কার প্রার্থী মোশতাক আহমেদ রুহী এবং স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সমর্থকদের ভোট চাওয়া থেকে শুরু করে, মিছিল ও ডিজিটাল প্রচার-প্রচারনায় মুখর নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ ও শহরের রাস্তাঘাট সহ বাজার ও দোকানপাট। চায়ের দোকান গুলোতে শুরু হয়েছে সাধারণ ভোটারদের নানা বিশ্লেষণ ও মতামত। কে হবে এ আসনের এমপি।

এ নিয়ে সাধারণ ভোটারগণ জানান, এ আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মুলত লড়াই হবে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে। বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট সহ নানা উন্নয়ন করেছেন। এলাকায় সকল সন্ত্রাসী কর্মকান্ডকে কঠোর হাতে দমন করেছেন, দলীয় নেতাকর্মীদের ঈদ বোনাস দেয়া চালু করেছেন, কর্মীদের মুল্যায়ন করেছেন, সে দিক বিবেচনায় আমরা রুহী ভাইকে নৌকা প্রতিকে ভোট দেবো।

অপর দিকে, এ আসন থেকে বার বার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি চেয়ারম্যান থাকা কালে, চেয়ারম্যানের নির্ধারিত ভাতা বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে, ব্যক্তিগত অর্থায়নে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, ঈদ উপহার, করোনা কালীন স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ সহ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করে নজির স্থাপন করেছেন, আমরা তাকেই ভোট দেবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com