দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার মাঝি শামীম ওসমান বলেছেন, আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড থেকে সব শ্রেণি-পেশার এক হাজার লোক নিয়ে সচেতনমূলক কাজ শুরু করব। আমার এখন মূল টার্গেট মাদক-সন্ত্রাস নির্মূল করা।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখনও বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি, স্বাধীনতা যুদ্ধের শহীদরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।
বিএনপিকে উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সেই সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এ দিন দেখতে হতো না।
শামীম ওসমান আরও বলেন, আমার এলাকায় গতকাল মঙ্গলবার ধ্বংসাত্মক কাজ চালানো হলো। ফতুল্লায় মশাল মিছিল করল। ওরা সবাই সন্ত্রাসী। ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না, যদি জনগণ নির্দেশ দেয় ।